দক্ষিণ এশিয়া

টানা ৬০ ঘন্টা ধরে তল্লাশি চলছে বিবিসির কার্যালয়ে

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি – তিনদিন পার হলেও এখনও ভারতের দিল্লি ও মুম্বাইয়ের স্থানীয় বিবিসি অফিসে তল্লাশি চালিয়ে যাচ্ছেন ভারতের আয়কর বিভাগের গোয়েন্দারা। বুধবার গভীর রাত পর্যন্ত অফিস দুটিতে অভিযান পরিচালনা করা হয়। আজ সকালে ফের তল্লাশি অভিযান শুরু করেন কর কর্মকর্তারা।

অভিযান শুরু হওয়ার পর থেকে দিল্লির কার্যালয়ের অন্তত ১০ জ্যেষ্ঠ কর্মী বাড়িতে যাচ্ছেন না। অনেকেই মনে করছেন মোদীবিরোধী তথ্যচিত্র নির্মাণ করায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে। খবর সিএনএনের।

গত মঙ্গলবার বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে তল্লাশি শুরু করে আয়কর কর্মকর্তারা। কর কর্মকর্তাদের বরাতে খবর আসছে, বিবিসির সহযোগী সংস্থাগুলোর আন্তর্জাতিক কর ও স্থানান্তরের খরচের বিষয়ে তদন্তের জন্য তল্লাশি চালানো হচ্ছে। তারা বিবিসির আর্থিক লেনদেন, কোম্পানির কাঠামো ও অন্যান্য বিষয়ের তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য নথিপত্র দেখছেন, জব্দও করছেন।

তল্লাশি চলার কারণে বুধবার কর্মীদের একটি ইমেইল পাঠিয়েছে বিবিসি। এতে বলা হয়, কর্মীদেরা যেন তদন্তকাজে সহযোগিতা করেন। সম্প্রচার বিভাগ ছাড়া বাকি সব কর্মীকে বাড়ি থেকে কাজ করতে বলেছে প্রতিষ্ঠানটি।

বিবিসি কার্যালয়ে তল্লাশি অভিযান নিয়ে ভারতে নিন্দা ও সমালোচনার ঝড় বইছে। এমন ঘটনাকে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণ হিসেবে দেখছেন বিরোধী রাজনৈতিক দলগুলো।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তথ্যচিত্র প্রকাশের কয়েক সপ্তাহ পর এই তল্লাশি চালানো হলো। গত মাসে বিবিসি ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চান’ নামে একটি তথ্যচিত্র প্রকাশ করে। বিবিসির তথ্যচিত্রে ২০২২ সালে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার সময় মোদির ভূমিকা তুলে ধরা হয়, যা দেশটিতে ‘বিতর্ক’ সৃষ্টি করে। ভারত ইতোমধ্যে ইউটিউব ও টুইটার থেকে এই প্রামাণ্যচিত্রের সব লিংক ব্লক করেছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৬ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button