উত্তর আমেরিকা

আল-কায়েদার নতুন প্রধান সাইফ আল-আদেল

ওয়াশিংটন, ১৬ ফেব্রুয়ারি – ওসামা বিন লাদেন ও আয়মান আল-জাওয়াহিরির পর নতুন প্রধান নিয়োগ করেছে জঙ্গিগোষ্ঠী আল কায়েদা। মার্কিন যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নেতা হিসেবে বর্তমানে দায়িত্বে রয়েছেন সাইফ আল-আদেল। মিসরের বিশেষ বাহিনীর সাবেক এই কর্মকর্তার মাথার দাম নির্ধারণ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তাকে ধরিয়ে দিলে বা তার তথ্য দিলে এক কোটি ডলার উপহার দেবে তারা। বুধবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন সংবাদ সংস্থা রয়টার্স।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমাদের পর্যবেক্ষণও জাতিসংঘের সঙ্গে মিলে যায়। ধারণা করা হচ্ছে, সাইফ আল-আদেল আল-কায়েদার নতুন প্রধান হয়েছেন। তিনি ইরানে অবস্থান করছেন।

এর আগে গত মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকেও এক প্রতিবেদনে সাইফ আল-আদেলের আল-কায়েদার প্রধান হওয়ার খবর জানানো হয়। তবে আল-কায়েদার পক্ষ থেকে তাদের নতুন প্রধান বা আমির নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

প্রতিবেদনে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থাটি বলছে, গত বছর আফগানিস্তানের কাবুলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় আল-কায়েদা প্রধান আল-জাওয়াহিরি মারা যান। এরপরেই গোষ্ঠীটির নেতৃত্বে আসেন আদেল। তবে, জাওয়াহিরির মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত করেনি জঙ্গি গোষ্ঠীটি।

১৯৯৮ সালের নভেম্বরে আদেলকে জঙ্গির তালিকায় তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র সরকার। কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলায় আদেলকে অভিযুক্ত করা হয়। ওই দুই দূতাবাসে বোমা হামলায় ২২৪ জন বেসামরিক লোক মারা গিয়েছিল। আহত হয়েছিল পাঁচ হাজারেরও বেশি।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর কাউন্টার টেররিজমের (আইসিসিটি) মতে, সামরিক বাহিনীতে কাজ করার সুবাদে মিসরীয় বংশোদ্ভুত ৬২ বছর বয়সী সাইফ আল-আদেলের অভিযানসংক্রান্ত পরিকল্পনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। মুহাম্মদ ইব্রাহিম মক্কি ও ইব্রাহিম আল-মাদানি নামেও পরিচিত সাইফ আল-আদেল।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৬ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button