দক্ষিণ এশিয়া

বিদ্যুতের দাম ৬৫ শতাংশ বাড়াল শ্রীলঙ্কা

কলম্বো, ১৬ ফেব্রুয়ারি – অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় আবারও বাড়ল বিদ্যুতের দাম। দেশটির বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা বিদ্যুতের দাম ৬৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে। বুধবার থেকে বাড়তি দাম কার্যকর হয়েছে।

শ্রীলঙ্কার সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

এর আগে গত বছরের আগস্টে বিদ্যুতের দাম ৭৫ শতাংশ বাড়িয়েছিল দেশটি।

অর্থনৈতিক দুর্দশায় জেরবার শ্রীলঙ্কায় চরম ভোগান্তিতে রয়েছে মানুষ। এ সংকট কাটাতে একটি পথই খোলা দেখছেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। সেটি হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়া। কিন্তু আইএমএফের শর্তের বেড়াজালে ঋণ পেতে দেরি হচ্ছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, আইএমএফের ঋণ পাওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করা হচ্ছে। শিগগিরই ২৯০ কোটি ডলারের ঋণ বা বেইল আউট পাওয়া যাবে।

সূত্র: সমকাল
আইএ/ ১৬ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button