ঢাকা

মোটরসাইকেলের ধাক্কায় দাদি ও নাতনি নিহত

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, মরদেহগুলো উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। নিহতদের নামপরিচয় জানা না গেলেও তারা সম্পর্কে দাদি-নাতনি বলে জানিয়েছেন আশপাশের লোকজন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৬ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button