জাতীয়

ভারতীয় ঋণ ছাড়ের পরিমাণ ১৩৪ কোটি ডলার

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – তিনটি লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় ভারতের সঙ্গে বাংলাদেশের এ পর্যন্ত মোট ২০০ কোটি ডলারের বাণিজ্যিক চুক্তি হয়েছে। এর মধ্যে ১৩৪ কোটি ডলার ঋণ ছাড় করেছে ভারত।
ভারতীয় এলওসির আওতায় প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণ কমিটির যৌথ সভায় এ তথ্য জানানো হয়, যা আজ বুধবার ইআরডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রাজধানীর পরিকল্পনা কমিশনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) গত মঙ্গলবার এ বৈঠক হয়। এতে ইআরডি সচিব শরিফা খান এবং ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা যৌথভাবে সভাপতিত্ব করেন। ভারত সরকারের বিশেষ সচিব প্রভাত কুমারের নেতৃত্বে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সভায় উপস্থিত ছিল।

অন্যদিকে বাংলাদেশ প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২০১০ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় বাংলাদেশকে তিনটি এলওসির আওতায় মোট ৭৩৬ কোটি ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে ভারত সরকারের। এর মধ্যে প্রথম ঋণচুক্তি হয় ১২ বছর আগে। ওই ঋণে ১৫ প্রকল্প হাতে নেওয়া হয়।

২০১৬ সালের মার্চে ২০০ কোটি ডলারের দ্বিতীয় এলওসির আওতায় নেওয়া হয় ১২টি প্রকল্প। তৃতীয় ধাপের এলওসির আওতায় আরও ৪৫০ কোটি ডলার ঋণচুক্তি হয়।

২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় এলওসি-৩ এর ঘোষণা আসে। ওই বছরের ৪ অক্টোবর এক্সিম ব্যাংকের সঙ্গে এ-সংক্রান্ত চুক্তি হয়। এলওসির এ ধাপের আওতায় ১৬টি প্রকল্প নেওয়া হয়।

সূত্র: সমকাল
আইএ/ ১৬ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button