পানামায় দুর্ঘটনায় ৩৩ অভিবাসীর মৃত্যু
পানামা সিটি, ১৬ ফেব্রুয়ারি – মধ্য-আমেরিকার দেশ পানামায় অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ৩৩ জন মারা গেছেন। বুধবার ভোরের দিকে এই বাস দুর্ঘটনা ঘটেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পানামার অভিবাসন কর্তৃপক্ষের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ৬০ জনের বেশি অভিবাসীকে বহনকারী একটি বাস পাহাড়ি রাস্তা দুর্ঘটনার স্বীকার হয়। এতে ওই বাসের ৩৩ আরোহী মারা গেছে। বুধবারের ভোরের দিকে দেশটির গুয়ালাকা জেলায় এই দুর্ঘটনা ঘটে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গুয়ালাকা জেলায় বাস দুর্ঘটনা ৩৩ অভিবাসীর প্রাণহানি ও আরও ৩৬ জন আহত হয়েছেন। কোস্টারিকার সীমান্ত-লাগোয়া পানামার পশ্চিমের উপকূলীয় প্রদেশ চিরিকিতে অবস্থিত একটি আশ্রয়কেন্দ্রের দিকে অভিবাসীদের নিয়ে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটাডেন্ট লরেন্তিনোরে দেয়া এক বার্তায় পানামার প্রেসিডেন্ট কোর্তিজো বলেছেন, পানামা সরকার বাস দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসেবা দিচ্ছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৬ ফেব্রুয়ারি ২০২৩