আদানির বিদ্যুৎ নিয়ে কোনো আলোচনা হয়নি
ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – গৌতম আদানির গোড্ডা তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোত্রার কোনো আলোচনা হয়নি।
বিনয় মোহন কোত্রা বলেন, এ বিষয়ে আলাদা করে কোনো কিছু আলোচনা হয়নি। তবে ভারত-নেপাল-ভুটান থেকে বিদ্যুৎ আনার বিষয়ে পাইপলাইনসহ সঞ্চালন লাইনের ক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
বুধবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিনয় মোহন কোত্রা। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে কোত্রাকে বহনকারী গাড়িবহর প্রবেশ করে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে একান্ত বৈঠকে বসেন বিনয় কোত্রা। পরে, ফরেন অফিস কনসালটেসনে দুই সচিবের নেতৃত্বে অংশ নেন বন্ধুরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রতিনিধিরা।
এক ঘণ্টার বৈঠক শেষে বেরিয়ে আসেন ভারতের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা। বৈঠক শেষে মাসুদ বিন মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। তবে ভারতীয় পররাষ্ট্র সচিব ব্রিফিংয়ে অংশ নেননি।
ব্রিফিংয়ে মাসুদ বিন মোমেন বলেন, দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচনা হয়েছে। তিস্তাসহ সব নদীর পানিবণ্টনের ওপর গুরুত্ব দিয়ে ভারতকে জানানো হয়েছে। পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ, ট্যারিফসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবাধ প্রবাহ নিয়েও আলোচনা হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৫ ফেব্রুয়ারি ২০২৩