জাতীয়মধ্যপ্রাচ্য

ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করলো বাংলাদেশি দল

আঙ্কারা, ১৫ ফেব্রুয়ারি – ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজ করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। পঞ্চম দিনের উদ্ধার অভিযানে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) আরও চারজনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশি উদ্ধারকারী দল। এ নিয়ে এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে মোট ২০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন জীবিত ও মৃত ১৯ জন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টায় জাগো নিউজকে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখা প্রধান (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান সিকদার।

একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করলো বাংলাদেশি দল

শাহজাহান সিকদার বলেন, তুরস্কে ১৪ ফেব্রুয়ারি পঞ্চম দিনের উদ্ধার অভিযানে আদিয়ামান সিটির জুম হেরিয়াত মাহেল্লিসি এলাকা থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী দলের নেতৃত্বে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। এরইমধ্যে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন জীবিত ও বাকি সবাই মৃত।

তিনি বলেন, ১৪ ফেব্রুয়ারি রাতে ৮ ঘণ্টার দিকে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ চারজনের মধ্যে রয়েছেন বাবা-মা ও তাদের দুই সন্তান। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রাত ১১টা ২০ মিনিটে পঞ্চম দিনের উদ্ধারকাজ শেষ করা হয়।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৫ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button