মধ্যপ্রাচ্য

৮ দিন পরও ধ্বংসস্তূপ থেকে ৭ জনকে জীবিত উদ্ধার

আঙ্কারা, ১৫ ফেব্রুয়ারি – তুরস্ক-সিরিয়া সীমান্তে ভূমিকম্পের ৮ দিন পর তুরস্কে ধ্বংসস্তূপ থেকে অন্তত ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে ধসে পড়া ভবনের নিচ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া মঙ্গলবার সকালের দিকে ১৮ বছর বয়সী মোহাম্মদ জাফেরকে উদ্ধার করা হয়েছে।

এর আগে কাহরামানমারাস প্রদেশে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে দুই ভাইকে জীবিত উদ্ধার করেন। উদ্ধারের পর উভয়কে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের সবশেষ অবস্থা জানা যায়নি।

এছাড়া হাতায় প্রদেশে দুই নারী এবং কাহরামানমারাস শহরে মঙ্গলবার আরও ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যম।

 

সপ্তাহ পেরিয়ে গেলেও থেমে নেই তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ। বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা সমন্বিতভাবে চালিয়ে যাচ্ছেন উদ্ধার অভিযান। তবে জীবিত উদ্ধারের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। ধ্বংসস্তূপ থেকে ছড়াচ্ছে লাশের গন্ধ। প্রাণহানি ছাড়িয়েছে ৪১ হাজার।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের কাহারমানমারাস শহরে আঘাত হানা ভূমিকম্প কাঁপিয়ে দেয় তুরস্ক ও সিরিয়ার বিশাল একটি অংশকে। শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে নিহতের সংখ্যা এখনও বাড়ছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশে ৪১ হাজারেরও বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সূত্র: সময় টিভি
আইএ/ ১৫ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button