ঢালিউড

শেহজাদের সঙ্গে ছবি দিয়ে ভালোবাসার বার্তা দিলেন শবনম বুবলি

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ভালোবাসা দিবসে বিশেষ বার্তায় নিজের মনের অনুভূতি প্রকাশ করে ভালোবাসার বার্তা দিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বুবলী। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের সোশ্যাল হ্যান্ডলে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী।

ছবির ক্যাপশনে লিখেছেন: ‘শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়। তবে একটি দিন অনেক রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায় তাতেও-বা ক্ষতি কি! সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।’ সেই সঙ্গে কয়েকটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

ছবিতে দেখা যায়, দুজনেই ভালোবাসার লাল রঙে সেজেছেন। মা বুবলী পরম আদরে কোলে জড়িয়ে রেখেছেন ছেলে বীরকে। অভিনেত্রীর পরনে রয়েছে লাল-কালো রঙের একটি গাউন। আর বীরের পরনে একই রঙের টি-শার্ট ও কালো প্যান্ট।
এরই মধ্যে ওই পোস্টের নিচে নয় হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। ছয়শ-র বেশি মন্তব্য এবং ১৭ বার শেয়ার হয়েছে পোস্টটি।

প্রসঙ্গত, সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত ছবি ‘লোকাল’। এতে একজন নেত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিটি নির্মাণ করছেন সাইফ চন্দন। বর্তমানে এই ছবির শুটিং নিয়েই ব্যস্ত রয়েছেন বুবলী। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন নায়ক আদর আজাদ।

আইএ/ ১৪ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button