কারা কীভাবে দেশ চালাবে নির্বাচনের মাধ্যমে ঠিক করবে জনগণ
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, কারো দয়াদাক্ষিণ্যে নয়, জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতায় যেতে চাই। জনগণ এই দেশের মালিক হবে। তারা নির্বাচনের মাধ্যমে ঠিক করবেন কারা কীভাবে দেশ চালাবে। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন ও পরিবর্তন স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা। শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করবো না।
মঙ্গলবার বনানীতে নিজ কার্যালয়ে জাতীয় কৃষক পার্টির সঙ্গে মতবিনিময় সভায় বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষ সুশাসন চায়, ন্যায়বিচার ভিত্তিক সমাজ চায়, যেখানে গরীব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াবে সরকার। কিন্তু আমাদের সরকার হাজার কোটি টাকা লুটপাট করা ধনীদের পাশে দাঁড়ায়। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়, আমলাতন্ত্রের যোগসাজসে কিছু ব্যবসায়ী নামধারী লুটপাট করে দেশকে শেষ করে দিচ্ছে। যে যত লুটপাট করতে পারবে, সে তত সম্মানিত ব্যক্তি!
জাপা চেয়ারম্যান বলেন, সরকার সব জমি চাষের আওতায় আনতে বলছে। কিন্তু কৃষক বাঁচানোর উদ্যোহ নেই। কৃষকদের বাঁচাতে কৃষি ঋণ মাফ করতে হবে। যারা হাজার কোটি টাকা ঋণ নেয়, তাদের ঋণ সরকার মাফ করে। কিন্তু কৃষকের ১০ হাজার টাকা মাফ হয় না।
তিনি আরও বলেন, ঢাকার বাজারে কোনো পণ্যের দাম ৫০০ টাকা হলে কৃষক কেন ১০০ টাকা পাবে না? ন্যায্যমূল্যে নিশ্চিতে জাপা প্রয়োজনে আন্দোলন করবে।
কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। বক্তৃতা করেন কৃষক পার্টির শেখ আলমগীর হোসেন, শেখ হুমায়ুন কবির শাওন, কাজী জামাল উদ্দিন প্রমুখ।
সূত্র: সমকাল
আইএ/ ১৪ ফেব্রুয়ারি ২০২৩