তুরস্কে ধ্বংসস্তূপের নিচে ১৮২ ঘণ্টা আটকে ছিল কিশোর, অবশেষে উদ্ধার
আঙ্কারা, ১৪ ফেব্রুয়ারি – ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে ধ্বংসস্তূপের নিচ থেকে ১৩ বছরের এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। সে হাতাই প্রদেশে একটি ধ্বংসস্তূপের নিচে টানা ১৮২ ঘণ্টা আটকে ছিল।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচে থেকে এক কিশোরকে বের করে আনছেন উদ্ধারকর্মীরা। এ সময় ওই কিশোরকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল। প্রচণ্ড ঠান্ডার কারণে কম্বল দিয়ে ওই কিশোরের শরীর ও মাথা ঢেকে রাখা হয়েছিল। খবর- এনডিটিভি।
ওই কিশোরের নাম-পরিচয় জানাননি উদ্ধারকর্মীরা। এমনকি সে কীভাবে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল, কীভাবে এত দিন টিকে ছিল— সেসবও জানা যায়নি।
গত ৬ ফেব্রুয়ারি (সোমবার) ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে। পরে আরও কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে তুরস্কের পাশাপাশি সিরিয়াতেও ব্যাপক ক্ষয়িক্ষতি হয়েছে। নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৫ হাজার। আহত হয়েছেন অনেকে।
সূত্র: সমকাল
আইএ/ ১৪ ফেব্রুয়ারি ২০২৩