জাতীয়

দ. কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত আজ ঢাকায় আসছেন

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ‘ভবিষ্যৎ কৌশল’ বিষয়ক বিশেষ দূত জ্যাং সুং মিন আজ মঙ্গলবার বাংলাদেশে তিন দিনের সফর শুরু করবেন। আগামীকাল বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তাঁর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া এ বছর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করছে। বিশেষ দূত জ্যাং সুং মিন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে নীতি প্রণয়নে সহায়তা করে আসছেন। ঢাকায় তাঁর সফরসূচির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন সম্প্রতি বলেছেন, বাংলাদেশ-কোরিয়া সম্পর্কের ক্ষেত্রে এ বছরটি গুরুত্বপূর্ণ হবে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে সম্পর্ক আরো জোরদারের চেষ্টা চলছে। আর এ বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৪ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button