ইউরোপ

রাজা চার্লসের স্ত্রী ও কুইন কনসোর্ট ক্যামিলিয়া করোনায় আক্রান্ত

লন্ডন, ১৪ ফেব্রুয়ারি – যুক্তরাজ্যের রাজা চার্লস তৃতীয়ের স্ত্রী ও কুইন কনসোর্ট ক্যামিলিয়া (৭৫) করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার বাকিংহাম প্যালেস এ তথ্য জানায়। খবর: বিবিসি’র।

এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, ‘ঠান্ডাজনিত উপসর্গ দেখা দেওয়ার পর পরীক্ষায় কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে কুইন কনসোর্টের।’

এ কারণে এক সপ্তাহের জন্য জনপরিসরে যেতে হয় এমন সব কর্মসূচি বাতিল করেছেন যুক্তরাজ্যের কুইন কনসোর্ট ক্যামিলিয়া।

রাজা চার্লস এবং তাঁর স্ত্রী ও কুইন কনসোর্ট ক্যামিলিয়া দুজনই একটি করে বুস্টার ডোজসহ পূর্ণডোজ টিকা নিয়েছেন। গত বছরের ফেব্রুয়ারিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন কুইন কনসোর্ট ক্যামিলিয়া।

সূত্র: সমকাল
আইএ/ ১৪ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button