ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – আমদানির মাধ্যমে ২০২৩ ও ২০২৪ এই ২ বছরে ২০টি হিন্দি ছবি বাংলাদেশে আসবে; এমন সিদ্ধান্ত নিচ্ছে চলচ্চিত্রের ১৯টি সংগঠন।
‘হিন্দি ছবি বাংলাদেশে মুক্তি পাবে কিনা’ এমন সিদ্ধান্তের জন্য রোববার এফডিসিতে ১৯টি সংগঠনের নেতারা মিটিংয়ে বসেছিলেন। নায়ক আলমগীর সহ প্রতিটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এতে উপস্থিত ছিলেন। তারা সম্মতি জানিয়েছেন, শর্ত সাপেক্ষে বাংলাদেশে হিন্দি ছবি আসবে।
পরিচালক সমিতি ও প্রদর্শক সমিতির একাধিক নেতা নিশ্চিত করে বলেন, ২ বছর মোট ২০টি হিন্দি ছবি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সূত্রে, হিন্দি ছবি হিসেবে বাংলাদেশে শাহরুখের ‘পাঠান’ মুক্তির ক্ষেত্রে কোনো আপত্তি থাকছে না এফডিসির সংগঠনগুলোর।
সোমবার বিকেলে এফডিসির ১৯ সংগঠন চূড়ান্ত ঐক্যমত্যের জন্য আবার মিটিংয়ে বসছে। পরিচালক সমিতির শাহ আলম কিরণ জানান, নীতিমালা করা হচ্ছে। এই অনুযায়ী এদেশে হিন্দি ছবি আসতে পারে। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রথমে ১০টি এবং পরের বছর ১০টি ছবি আসতে পারবে।
নীতিমালায় উল্লেখ করা হয়েছে, ফেস্টিভ্যালগুলোতে শুধু বাংলাদেশের ছবি চলবে। ছবি আনার ব্যাপারে একটি কমিটি থাকবে। সেই কমিটি বাছাই করবে হিন্দি ছবি আমদানি করা যাবে কিনা। তাছাড়া যারা হিন্দি ছবি আনবে প্রদর্শনের একটি পার্সেন্টেজ দিতে হবে। এমন আরও কিছু নিয়ম থাকছে।
প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, আমরা হিন্দি ছবি আনতে চাই। এফডিসির সংগঠনগুলোর নীতিমালা মেনেই আমরা ছবি আনবো।
১৯ সংগঠনের মিটিংয়ে সিনেমা হল মালিকদের প্রতিনিধি হিসেবে ছিলেন প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল। তিনি বলেন, সিদ্ধান্ত গৃহিত হয়েছে প্রথম ২ বছর পরীক্ষামূলকভাবে বাংলাদেশে হিন্দি আসবে মোট ২০টি (প্রতিবছর ১০টি)।
তবে অবশ্যই যেন ঈদ বা পহেলা বৈশাখের মতো বড় উৎসবে আবে না। মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল এফডিসির সংগঠনগুলো চাইলে হিন্দি ছবি আসতে বাঁধা নেই। আরও উল্লেখ করেছি, যৌথ প্রযোজনার যদি আবার ছবি নির্মাণ হয়, তবে ইন্ডাস্ট্রির শিল্পী-কলাকুশলী থেকে হলমালিক প্রত্যেকে লাভবান হবে। তাই আবার যাতে যৌথ প্রযোজনায় ছবি নির্মিত হয়, সেদিকে নজর দেওয়ার জন্য নীতিমালা সহজ করার ক্ষেত্রেও দাবি তুলেছি।
”সব সংগঠনের নেতারা একত্রে বসে বুঝেছেন, সিনেমা হল বাঁচাতে এই ছাড়া কোনো উপায় নেই। সবার সম্মতিক্রমে নীতিমালার ভিত্তিতে লিখিত চিঠি চলতি সপ্তাহেই মন্ত্রনালয়ে জমা পড়বে।”
প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক বলছেন, যেহেতু সবার সম্মতি চূড়ান্ত হয়েছে তাই শতভাগ নিশ্চিত শিগগিরই ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাবে।
শোনা যাচ্ছে, ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে শাহরুখ খানের এই ছবিটি মুক্তির সম্ভাবনা আছে। আমদানিকারক অনন্য মামুন বলেন, ‘পাঠান’ মুক্তির দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আছি। লিখিত অনুমতিপত্র হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। তবে আমি আশাবাদী শিগগির মুক্তি পাবে।
এম ইউ/১৪ ফেব্রুয়ারি ২০২৩