মেসি-এমবাপ্পে অনুশীলনে ফেরায় পিএসজি শিবিরে স্বস্তি
প্যারিস, ১৩ ফেব্রুয়ারি – উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের আগে দলের সবচেয়ে বড় দুই তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের ইনজুরিতে শেষ অস্বস্তিতে ছিল ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি। অতপর এলো সুখবর। অনুশীলনে ফিরেছেন দুজনই।
মঁপেইর বিপক্ষে ম্যাচে নেমে প্রথমার্ধের সময়টুকুও শেষ করতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। পড়ে যান ইনজুরিতে। এরপর একই সমস্যায় পড়েন লিওনেল মেসিও। ধারণা করা হচ্ছিলো বায়ার্ন মিউনিখের বিপক্ষে মিলবে না তাদের।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দলের কয়েকটি ছবি প্রকাশ করেছেন পিএসজি। সেখানে দেখা যায় অনুশীলনে রয়েছেন লিওনেল ও কিলিয়ান এমবাপ্পেও। দলীয় কোচও তাদের নিয়ে দিয়েছেন ইতিবাচক ইঙ্গিত। ক্রিস্টোফার গালটিয়ের বলেন, ‘আমরা এখনো জানি না। এটা খুব বেশি খারাপ দেখাচ্ছে না। আমরা বেশি চিন্তিত না এটা নিয়ে।’
সূত্র: ঢাকা টাইমস
আইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৩