রাষ্ট্রপতির সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তুরস্কে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতি আবদুল হামিদের দিক নির্দেশনা এবং সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় রাষ্ট্রপতি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ দেন। এ ছাড়া তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কল্যাণে কাজ করারও কথা বলেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদিন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৩