মধ্যপ্রাচ্য

গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা

জেরুসালেম, ১৩ ফেব্রুয়ারি – গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানোর অভিযোগে এ হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আজ সোমবার ভোরে কয়েকটি বিস্ফোরণের শব্দে কেপে ওঠে গাজা উপত্যকা।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা একটি ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালিয়েছে। সেখানে রকেট নির্মাণ করত হামাস। তবে এই বিমান হামলায় তাৎক্ষণিক হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। পশ্চিম তীরের প্রত্যক্ষদর্শীরা বলেন, ইহুদি সেনারা নাবলুসের একটি বাড়ি ঘিরে ফেলে। সেখানে বন্দুকযুদ্ধ হয়। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button