জয়নগরে ভয়াবহ দুর্ঘটনা! গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত ৪
কলকাতা, ১৩ ফেব্রুয়ারি – গ্রামের মধ্যে অনুষ্ঠান। তা ঘিরে মেতে ওঠেছিলেন গ্রামবাসীরা। অনুষ্ঠান ঘিরে মেলা মেলা আবহ। খাবারের দোকান, খেলনার দোকান সহ হরেক রকম দোকান বসেছিল অনুষ্ঠান ঘিরে। মেলা মেলা আবহ আর বেলুন থাকবে না, তা কী হয়। গ্যাস বেলুনও বিক্রি হচ্ছিল অনুষ্ঠানকে কেন্দ্র করে বসা মেলায়। বেলুনের গ্যাস সিলিন্ডার থেকেই ঘটল বিপত্তি। রাত সাড়ে ৯টা নাগাদ গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে। এর জেরে মেলায় উপস্থিত বেলুন বিক্রেতার আশপাশে থাকা লোকজনেরা গুরুতর আহন হন। ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন গ্যাস বেলুন বিক্রেতাও। এর পাশাপাশি গুরুতর আহত চার জনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাটি রবিবার রাতে ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের বাটরা গ্রামে।
জয়নগরের রাজাপুর-করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামে রবিবার রাতে বসেছিল একটি অনুষ্ঠানের আসর। সেই অনুষ্ঠান উপলক্ষ্যে রাস্তার ধারে বসেছিল হরেক রকম দোকান। তেমনই একটি গ্যাস বেলুনের সিলিন্ডার নিয়ে বসেছিলেন গ্যাস বেলুন বিক্রেতা। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে মৃত্যু হয় চার জনের। গুরুতর আহত হন বেশ কয়েকজন। এই ঘটনায় আহতদের মধ্যে চারজনকে রাতেই কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতেরা হলেন কুতুবুদ্দিন মিস্ত্রি(৩৮), মুচিরাম হালদার (৫৫), সাহিন মোল্লা(১২) এবং আবির গাজি (৮/১০)। মুচিরাম ছিলেন গ্যাস বেলুন বিক্রেতা। তাঁর বাড়ি পূর্ব রঘুরনাথপুরে।
বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। বকুলতলা থানার পুলিশকর্মীরাও গিয়েছিলেন সেখানে। কারণ অনুষ্ঠান মঞ্চ ও সারি সারি দোকান বসেছিল এই দু’টি থানা এলাকার মধ্যে। ঘটনাস্থলে এখনও পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্র: টিভি নাইন
আইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৩