জাতীয়
মাইক্রোফোন ধরলেন আইনমন্ত্রী, বক্তব্য দিলেন সাত্তার, বললেন ‘বাংলাদেশ জিন্দাবাদ’
ব্রাহ্মণবাড়িয়া, ১২ ফেব্রুয়ারি – দলীয় সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগের করে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই আলোচনায় বিএনপির দলছুট নেতা উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। এরপর আওয়ামী লীগের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে ফের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আজ আওয়ামী লীগের তিন সংসদ সদস্যের সঙ্গে এক মঞ্চেও উপস্থিত হন আলোচিত এই এমপি। সেখানে ‘বাংলাদেশে জিন্দাবাদ’ বলে বক্তব্য শেষ করে পুনরায় আলোচনায় উঠে এসেছেন উকিল আবদুস সাত্তার।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ডরমিটরিতে আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
সূত্র: সমকাল
আইএ/ ১২ ফেব্রুয়ারি ২০২৩