জাতীয়

সোমবার ৪০ জনকে পদক দেবেন প্রধানমন্ত্রী

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আগামীকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হতে যাচ্ছে। বছরজুড়ে উন্নয়ন, সাহসী অপারেশন ও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে পদক পেতে যাচ্ছেন কোস্ট গার্ডের ৪০ জন সদস্য।

বাংলাদেশ কোস্টগার্ড পদক, প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক, বাংলাদেশ কোস্টগার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) নামে চার ক্যাটাগরিতে এসব পদক দেয়া হবে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পাশাপাশি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী উপস্থিত থাকবেন।

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রী, সংসদ সদস্য, কূটনৈতিক ব্যক্তিবর্গ, সামরিক ও অসামরিক অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্ট গার্ডের নবনির্মিত স্টেশন লক্ষীপুরের ২টি ভবন ভার্চুয়ালি উদ্বোধন করবেন। পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তা, নাবিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পদক ও বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করা হবে। এছাড়া কোস্ট গার্ডের মহাপরিচালক প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করবেন।

বাংলাদেশ কোস্ট গার্ড পদক (বিসিজিএম) পাচ্ছেন যারা

কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। ক্যাপ্টেন সাব্বির আহমেদ খান। ক্যাপ্টেন মো. সাহেদ সাত্তার। কমান্ডার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। লে. কমান্ডার মো. তারেক হাসান প্রীতম। লে. কমান্ডার মো. নাঈম উল হক। লে. এস এম তাহসিন রহমান। এম মোখলেছুর রহমান। কোস্ট গার্ডের সাবেক কর্মকর্তা মৃত পারভেজ আলম ও মৃত সালমান সরকার।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএম) পচ্ছেন যারা

কমান্ডার মোহাম্মদ মেসবাউল ইসলাম। কমান্ডার মো. জিয়াউল হক। লে. কমান্ডার মো. মামুনুর রহমান মুন। লে. মো. সাদিক হোসেন। লে. মো. নাজমুল ইসলাম। ফারুক আহম্মেদ। মো. হুমায়ুন খান। মো. আব্দুল হাকিম। শুভজিৎ দাস ও শাহাজুল ইসলাম।

বাংলাদেশ কোস্ট গার্ড পদক-সেবা (বিসিজিএমএস) পাচ্ছেন যারা

কমডোর মো. এনামুল হক। ক্যাপ্টেন মো. শহীদুল্লাহ আল ফারুক। কমান্ডার মুহাম্মদ নাজমুল হক। কমান্ডার এস এম নূর-ই-আলম। কমান্ডার এম সেলিম আখতার। মো. ওসমান গণি। মো. আল মামুন। মোস্তাফিজুর রহমান। মো. ইলিয়াস রেজা খান ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এম শমসের আলী।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক- সেবা (পিসিজিএমএস) পাচ্ছেন যারা

কমান্ডার মো. আবু বকর। কমান্ডার রিয়াজ শহীদ। সার্জন লে. কমান্ডার মো. ইমরান জুয়েল। মোহাম্মদ ছানোয়ার হোসেন। শাকিল আহমেদ। মো. রফিকুল আলম। এম নজরুল ইসলাম। মো. আবু এমরান সুজন। জিয়াউর রহমান ও মো. আব্দুর রহিম মোল্লা।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বর্তমানে দেশের বিশাল সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে।

এছাড়াও কোস্ট গার্ডের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বের হয়ে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জন্মলগ্ন থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ২১ হাজার ২৮৯ কোটি টাকার বেশি মূল্যের অবৈধ দ্রব্যসামগ্রী আটক করেছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ ফেব্রুয়ারি ২০২৩


Back to top button