তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অর্ধ লাখ ছাড়াতে পারে
আঙ্কারা, ১২ ফেব্রুয়ারি – ভূমিকম্পের সর্বশেষ হিসেবে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ২৮ হাজার বলা হলেও তা দ্বিগুণ বা অর্ধ লাখ ছাড়াতে পারে। এ কথা জানিয়েছেন জাতিসংঘের ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথস। খবর ফ্রান্স টোয়েন্টিফোর।
গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণের শহর কাহরামানমারাসে পৌঁছান গ্রিফিথস। এখানে রয়েছে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল। গত ৬ ফেব্রুয়ারির ওই ঘটনা পাল্টে দিয়েছে কোটি কোটি মানুষের জীবন।
স্কাই নিউজকে গ্রিফিথস নিহতের সংখ্যা সম্পর্কে বলেন, সঠিকভাবে অনুমান করা কঠিন। ধ্বংসস্তূপের ভেতরে যেতে পারলেই জানতে পারব। তবে আমি নিশ্চিত যে এটি দ্বিগুণ বা তার বেশি হবে।
কর্মকর্তা ও চিকিৎসকরা জানিয়েছেন, তুরস্কে ২৪ হাজার ৬১৭ জন ও সিরিয়ায় তিন হাজার ৫৭৪ জন নিহত হয়েছেন। মোট ২৮ হাজার ১৯১ জন।
প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার উদ্ধারকর্মী কাজ করছেন। কিন্তু বিরূপ আবহাওয়া পরিস্থিতি দুর্বিষহ করে তুলেছে।
জাতিসংঘ সতর্ক করে বলেছে, তুরস্ক-সিরিয়ায় কমপক্ষে আট ৭০ হাজার মানুষের জরুরিভাবে গরম খাবার প্রয়োজন। শুধু সিরিয়াতেই গৃহহীন হয়েছে ৫৩ লাখ মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, এই ভূমিকম্পে দুই কোটি ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তুরস্কের দুর্যোগ মোকাবেলা সংস্থা বলছে, দেশীয় সংস্থার ৩২ হাজারের বেশি কর্মী উদ্ধার অভিযানের যোগ দিয়েছেন। এছাড়া যুক্ত হয়েছে আট হাজার ২৯৪ জন বিদেশী উদ্ধারকারী।
সূত্র: বণিক বার্তা
আইএ/ ১২ ফেব্রুয়ারি ২০২৩