ঢালিউড
ছয় মাস পূর্ণ হলো ছেলের, ছয়টি কেক কেটে উদযাপন রাজ-পরীর
ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ছেলের ছয় মাসে পা দেওয়ার বিশেষ দিনটি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন তার বাবা-মা। সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রাজ্যকে শুভেচ্ছা জানিয়ে মা পরীমনি লেখেন, ‘আমাদের ছেলের ছয় মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। ছয় মাসের শুভেচ্ছা বাজান।’
প্রসঙ্গত, রাজ্যকে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের এই তারকা দম্পতি। সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করে ফেলেন। আপাতত ছেলের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন মা।
আইএ/ ১২ ফেব্রুয়ারি ২০২৩