ঢাকা

চোর-পুলিশ খেলার সময় অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – রাজধানীর চকবাজার থানার কাজী রিয়াজ উদ্দিন রোডে নিখোঁজের একদিন পর বাসার নীচ তলার সেপটিক ট্যাংক থেকে আরিয়ান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় চকবাজার থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম। তিনি বলেন, গতকাল (শনিবার) জুম্মার নামাজের সময় গলির মধ্যে বাচ্চারা চোর পুলিশ খেলছিল। বাসার ওই পানির সেপটিক ট্যাংকে একটি বোড দেওয়া ছিল। অসাবধানতাবশত ওই শিশু সেপটিক ট্যাংকে পড়ে যায়।

তিনি বলেন, পরে অনেক খোঁজাখুঁজি করে শিশুটিকে পাওয়া যায়নি। আজ সন্ধ্যায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে আমরা তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই।

তিনি আরও বলেন, নিহত শিশুর মা ইয়াসমিন আক্তার এ ব্যাপারে থানায় একটি জিডিও করেছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১২ ফেব্রুয়ারি ২০২৩

 

Back to top button