জাতীয়

দলীয় রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন জমা দিতে ইসিতে যাবেন কাদের

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীর মনোনয়ন জমা দেয়ার শেষ দিন রোববার (১২ ফেব্রুয়ারি)। এদিন সকালে দলীয় প্রার্থীর মনোনয়ন জমা দিতে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে। সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ প্রতিনিধি দল এসময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গেও সাক্ষাৎ করবেন। শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, রোববার সকালে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। গত ২৫ জানুয়ারি ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনি কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি। প্রার্থিতা বাছাই ১৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৪ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১৯ ফেব্রুয়ারি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button