জাতীয়

রাজনীতি আমার জন্য কঠিন

কিশোরগঞ্জ, ১১ ফেব্রুয়ারি – রাজনীতি করা অনেক কঠিন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আজ শনিবার দুপুর ২টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন হাই স্কুলকে কলেজে উন্নীত করার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নাজমুল হাসান পাপন বলেন, ‘ছোটবেলা থেকেই দেখতাম আব্বা-আম্মা রাজনীতি করেন। ঘুম থেকে উঠে যখন স্কুলে যেতাম পরে যখন কলেজ ইউনিভার্সিটি শেষ করে চাকরিতে যেতাম তখন আব্বা-আম্মাকে দেখে মনে হতো কি আরাম, না পড়াশোনা করতে হয়, না চাকরিতে যেতে হয়। মানুষ আসে মানুষের সাথে বসে বসে শুধু কথা বলেন।’

পাপন বলেন, ‘তখন আব্বাকে বললাম, ‘‘তোমার কি আরাম, না চাকরিতে যেতে হয়, না পড়াশোনা করতে হয়। মানুষের সঙ্গে বসে বসে শুধু গল্প কর।’’ রাজনীতিতে ঢোকার পরে বুঝলাম রাজনীতি কি জিনিস। এত কঠিন আমার চিন্তাও ছিল না।’

এমপি নাজমুল হাসান পাপন বলেন, ‘ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি ও একটি কোম্পানিতে কাজ করছি। আবার ক্রিকেট বোর্ড- এটাতেও প্রচুর কাজ, প্রচুর ঝামেলা। এ ছাড়া ৩০- ৪০টি জায়গায় সংশ্লিষ্টতা আছে। এসবগুলো মিলে যতটা কঠিন কাজগুলো করার, তার চেয়েও বেশি আমার মনে হয় এই রাজনীতি অনেক কঠিন। বিশেষ করে এ ভৈরব-কুলিয়ারচরে।’

পাপন বলেন, ‘কেন কঠিন তা আমি জানি। মানুষ তুলনা করে আমার আব্বার সঙ্গে। ওনারা দেখছেন আমার রাজনীতিবিদ আব্বাকে। এখন আমার আব্বার সঙ্গে তুলনা করলে হবে নাকি? এটা তো সম্ভব না। আমি বলি আমাকে অন্য একজন এমপির সঙ্গে তুলনা করেন। আমার আশেপাশে তো আরও এমপি আছে। উনাদের সঙ্গে তুলনা করেন। আমার আব্বা-আম্মা সারাটা জীবনই রাজনীতি করে গেছে এ ভৈরব-কুলিয়ারচরে।’

তিনি আরও বলেন, ‘আমার আব্বা রাজনীতি করেছেন কেন? আমার আম্মা রাজনীতি করেছেন কেন? একটা মানুষ বলতে পারবেন আমার আব্বা-আম্মা কাউকে ক্ষতি করেছেন? সাধারণ রাজনীতিবিদ থেকে এমপি-মন্ত্রী ও রাষ্ট্রপতি হয়েছেন। একটা মানুষেরও ক্ষতি করেছেন কি? করেন নাই। আমার আব্বা-আম্মা রাজনীতি করেছেন মানুষকে ভালোবাসার জন্য। দেশকে ভালোবাসতেন, মানুষকে সম্মান করতেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছয়সুতি ইউনিয়ন হাই স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক। ছয়সুতি ইউনিয়ন হাই স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. আলমগীর গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াসির মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক প্রমুখ।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১১ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button