অন্যান্য
রেকর্ড গড়ে স্বর্ণ জিতে ইমরানুরের ইতিহাস
নুর-সুলতান, ১১ ফেব্রুয়ারি – এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের ইমরানুর রহমান।
কাজাখস্তানে অনুষ্ঠানরত এ প্রতিযোগিতায় শনিবার সেরা হতে ইমরানুর সময় নিয়েছেন মাত্র ৬.৫৯ সেকেন্ড। গড়েছেন রেকর্ড।
অ্যাথলেটিকসের আন্তর্জাতিক কোনো মঞ্চে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বাংলাদেশের কোনো স্প্রিন্টার গতির ঝড় তুলবেন তা ছিল শুধুই কল্পনার। এবার সেই অকল্পনীয় ব্যাপারটাকেই বাস্তবে রূপ দিলেন প্রবাসী অ্যাথলেট ইমরানুর। যিনি দেশের দ্রুততম মানব।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১১ ফেব্রুয়ারি ২০২৩