শ্রীরাম ফিরছেন না বাংলাদেশে, দলের সাথে থাকবেন সুজন
ঢাকা, ১১ ফেব্রুয়ারি – টেকনিক্যাল কনসালটেন্ট হিসাবে বাংলাদেশ অধ্যায় শেষ শ্রীধরন শ্রীরামের। শর্তে আগ্রহী না থাকায় তাকে বিদায় বলে দিয়েছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
শনিবার বনানীর কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘শ্রীরামকে পাবার সুযোগ কম। কারণ সে অ্যাভেইলেবল নয়। মূলত সে বিসিবির শর্তে আগ্রহী নয়।’
তবে অন্য কাউকেও এখনো এই পদের জন্য নির্ধারণ করতে পারেনি বিসিবি, ফলে ইংল্যান্ড সিরিজে দেখা যাবে না কোনো সহকারী কোচ। শ্রীরাম না থাকলেও দলের সাথে থাকবেন খালেদ মাহমুদ সুজন। টিম ডিরেক্টর পদে দেখা যাবে তাকে। হাথুরুসিংহের সাথে মিলে সুজন কাজ করবেন বলে জানান জালাল ইউনুস।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দায়িত্বে ছিলেন শ্রীরাম, কনসালটেন্ট পদে। সেই টুর্নামেন্টে খুব একটা ভালো না করতে পারলেও নতুন কিছুর পূর্বাভাস ছিল শ্রীরামের পরিকল্পনায়। ক্রিকেটাররাও চেয়েছিলেন শ্রীরাম থেকে যাক। তবে বিশ্বকাপের পর তাকে নিয়ে কোনো কথা শোনা যায়নি ক্রিকেটের কর্তা ব্যক্তিদের মুখে। বিসিবির সাথে ভাগ্য দোদুল্যমান অবস্থায় দেশে ফেরেন শ্রীরাম।
চলতি মাসে বিসিবির সঙ্গে আলোচনার পর শ্রীধরণ শ্রীরামের ভাগ্য নির্ধারণের কথা ছিল। তার আগেই এ ভারতীয় কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে ক্রিকেট বোর্ড।
কদিন আগেই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, হাথুরুসিংহের সহকারী কোচ হিসেবে সংক্ষিপ্ত তালিকায় আছে শ্রীরামের নাম। টি-টোয়েন্টি কনসালটেন্ট নয়, সহকারী কোচ হিসেবে শ্রীরামকে চেয়েছিল বিসিবি। তবে শর্তে শ্রীরাম আগ্রহী না থাকায় বাদ পড়েছেন সংক্ষিপ্ত তালিকা থেকে।
জালাল ইউনুস বলেন, আমার মনে হয় না সে এভেইলেবেল। কারণ তার আইপিএলের সঙ্গে অ্যাসাইনমেন্ট রয়েছে। আর সে অ্যাসাইনমেন্ট বাদ দিয়ে ফুলটাইম আমাদের এখানে আসতে পারবে না। তার আশার চান্সটা খুবই কম।
এছাড়া ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ইংল্যান্ড সিরিজের আগে আনুষ্ঠানিক কোনো ক্যাম্প থাকবে না। ২৪ অথবা ২৫ তারিখ একটা প্রস্তুতি ম্যাচ খেলবে। সেটাই মূলত আমাদের ট্রেনিং সেশনের ভেতর পড়ছে। সিরিজের জন্য দল ঘোষণা করা হবে দুই-এক দিনের মধ্যেই।
সহকারি কোচ নিয়োগে তাড়াহুড়ো নেই বিসিবির। দু-একদিনের মধ্যে বিজ্ঞাপন দেবে। যেখানে দেশি বিদেশি সবার সুযোগ থাকছে। তবে বোর্ড আপাতত বিদেশিতে আস্থা রাখতে চায়।
জালাল ইউনুস বলেন, সহকারি কোচের জন্য আমরা খুব শিগগিরই বিজ্ঞাপন দিতে যাচ্ছি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ ফেব্রুয়ারি ২০২৩