ক্রিকেট

ইংল্যান্ড সিরিজে টিম ডিরেক্টর সুজন

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – বিপিএলে একদিন আগেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন খালেদ মাহমুদ ‍সুজন। ফরচুন বরিশালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে ড্রেসিং রুমে প্রকাশ্যে ধূমপান করেন খুলনা টাইগার্সের কোচ। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। আর এর মাঝেই তার জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে ফেরার খবর এলো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ইংল্যান্ড সিরিজ থেকেই টিম ডিরেক্টর হিসেবে ফিরবেন সুজন।

কদিন আগেই চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। এই শ্রীলঙ্কানের সঙ্গে ইংল্যান্ড সিরিজ নিয়ে তিনি পরিকল্পনাও শুরু করে দিয়েছেন।

টিম ডিরেক্টর হিসেবে বিভিন্ন সিরিজে জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন সুজন। বাংলাদেশ সবশেষ সিরিজ খেলেছে ঘরের মাঠে ভারতের বিপক্ষে। সেই সিরিজে দলের সঙ্গে ছিলেন না জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও বিসিবি পরিচালক।

১ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। তিন ম্যাচের ওয়ানডের সঙ্গে সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে দুই দল। তবে এই সিরিজের আগে কোনো প্রস্তুতি ক্যাম্প হবে না বলে জানিয়েছেন জালাল ইউনুস।

নিজের বনানীর কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইংল্যান্ড সিরিজের আগে আনুষ্ঠানিক কোনো ক্যাম্প থাকবে না। ২৪ অথবা ২৫ তারিখ একটা প্রস্তুতি ম্যাচ খেলবে। সিরিজের জন্য দল ঘোষণা করা হবে দুই-এক দিনের মধ্যেই।’

সূত্র: দেশ রূপান্তর
এম ইউ/১১ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button