ক্রিকেট

দাম বাড়লো বিপিএলের প্লে-অফ টিকিটের

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর শেষের পথে। ইতোমধ্যে চারটি দল প্লে-অফ নিশ্চিত করেছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একই দিনে এলিমেনেটর রাউন্ডে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। একদিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। বিসিবি প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার ও এলিমেনেটর রাউন্ডের জন্য টিকিটির মূল্য বাড়িয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার (১১ ফেব্রুয়ারি) এই দুটি ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। নতুন তালিকা অনুযায়ি সর্বনিম্ন ৩০০ টাকায় গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।

লিগ পর্বের খেলা থেকে দাম বেড়েছে টিকিটের। এর আগে সর্বনিম্ন ছিল ২০০ টাকা। সেটি বেড়ে হয়েছে ৩০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ১০০ টাকা বেড়ে হয়েছে ৪০০ টাকা। ৩০০ টাকা বেড়েছে ক্লাব হাউজ এবং ৫০০ টাকা বেড়েছে ভিআইপি স্ট্যান্ড ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম।

শনিবার ও রবিবার (ম্যাচের দিন) টিকিট সংগ্রহ করা যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরে বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/১১ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button