পশ্চিমবঙ্গ

কলকাতায় ড্রোনে পণ্য যাবে ঘরে ঘরে

কলকাতা, ১১ ফেব্রুয়ারি – ভারতের বেশ কয়েকটি শহরে ইতোমধ্যে সীমিতভাবে শুরু হয়েছে ড্রোনের মাধ্যমে হোম ডেলিভারি। ওষুধ, রেস্তোরাঁর খাবার, প্যাথলজিক্যল ল্যাবের নমুনা এবং রিপোর্ট আদান-প্রদানে ড্রোনের ব্যবহার শুরু হয়েছে একাধিক শহরে। এবার সেই তালিকায় যুক্ত হলো কলকাতার নাম।

সরকারি সূত্রর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি ড্রোন পরিষেবা প্রদানকারী সংস্থাকে কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল শুক্রবার সবুজ সংকেত দিয়েছে। এর আগে সাত দিন ওই সংস্থার ড্রোন পরিষেবার ট্রায়াল হয়েছে কলকাতার আকাশে। হাওড়ার কদমতলা থেকে সল্টেলেকের সেক্টর ফাইভে পাঠানো হয় একটি প্যাথলজিক্যাল ল্যাবের সংগ্রহ করা নমুনা।
সড়ক পথে এই দুই জায়গার দূরত্ব ২৫ কিলোমিটার। সেখানে আকাশ পথ অতিক্রম করতে হয় মাত্র ১৫ কিলোমিটার এবং ১৫ মিনিটের মধ্য গন্তব্যে পৌঁছে দেওয়া হয় নমুনা। গাড়িতে এই পথ অতিক্রম করতে লাগে এক ঘণ্টা ৪০ মিনিট।

পরীক্ষার রিপোর্টও ফিরতি পথে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে দেওয়া হয়।
কলকাতায় ৬০ মিটার এবং হাওড়ায় ১২০ মিটার ওপর দিয়ে ড্রোন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফোর্ট উইলিয়াম, নবান্ন চত্ত্বর-সহ বেশ কিছু এলাকা নো ফ্লাইয়িং জোন হিসেবে চিহ্নিত করেছে কলকাতা এটিসি। কলকাতা বিমান বন্দরে ড্রোন পরিষেবা পরিচালনার জন্য এটিসি আলাদা একটি সেল তৈরি করেছে। তাদের কাছে ড্রোন ওড়ানোর সময় বুক করতে হবে। বিমান চলাচলের সঙ্গে সঙ্গতি রেখে তারা সময় ও রুট বলে দেবে।

দিল্লির যে সংস্থাটি কলকাতায় ড্রোন পরিষেবা চালু করার অনুমতি পেয়েছে তারা জানিয়েছে, কলকাতা ও হাওড়ায় তারা আপাতত ১৫টি কেন্দ্র খুলে ১৪টি রুটে ড্রোন চালু করবে। অর্থাৎ এই দুই শহরের ১৪টি জায়গায় ড্রোনের সাহায্যে খাবার, ওষুধ ইত্যাদির হোম ডেলিভারির সুবিধা পাবেন।

সূত্র: আমাদের সময়
এম ইউ/১১ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button