দক্ষিণ এশিয়া

ডলারের বিপরীতে কমল ভারতীয় রুপির মান

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি – ফের ডলারের বিপরীতে বিনিময় মূল্য কমল ভারতীয় মুদ্রার। শুক্রবার সকালের লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে রুপির মান ১২ পয়সা কমে হয় ৮২ দশমিক ৬৩, যা অভ্যন্তরীণ পুঁজিবাজারে দুর্বল প্রবণতা তুলে ধরার পাশাপাশি বিনিয়োগকারীদের মনোভাবকেও ক্ষুণ্ন করে বলে খবর প্রকাশ করেছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, গতকাল ডলারের বিপরীতে ৮২ দশমিক ৬১ রুপি বিনিময় মূল্য দিয়ে দরপতন শুরু হয়। এরপর বাজারের শুরুতে লেনদেনের সময় তা আরো কমে ৮২ দশমিক ৬৩-তে নেমে আসে। বাজারের কার্যক্রম বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১২ পয়সা পতন নিবন্ধন করা হয়।

যদিও বৃহস্পতিবার মার্কিন ডলারের বিপরীতে রুপির মান ৩ পয়সা বেড়ে বাজারের কার্যক্রম বন্ধের আগ পর্যন্ত ৮২ দশমিক ৫১ হয়। এদিকে ডলার সূচক শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৩৮ হয়েছে।

বিদেশী বিনিয়োগকারীদের সরে দাঁড়ানো, বাণিজ্য ও চলতি হিসাবের ঘাটতি এবং বিশ্বব্যাপী মন্দার ঝুঁকির কারণে ডলারের বাজারে অস্থিরতায় রুপির দরপতন ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া দুই বছরে ভারতে বিদেশী তহবিল আসার চেয়ে বাইরে চলে গেছে বেশি। তাছাড়া ভারত বিদেশ থেকে প্রচুর তেল আমদানি করে। ডলার ও অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি দেশটির বাজারের ওপর সরাসরি প্রভাব ফেলে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্র: বণিক বার্তা
আইএ/ ১১ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button