ফুটবল

করোনামুক্ত জেমি ডে যাচ্ছেন কাতারে

ঢাকা, ৩০ নভেম্বর- টানা চতুর্থবার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ এসেছিল জেমি ডের। আজ পঞ্চমবারের পরীক্ষায় অবশ্য সুখবর পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ। রাতে যে ফল পেয়েছেন তাতে এসেছে ‘নেগেটিভ’। তাই কাতারে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে এখন আর কোনও সমস্যাই রইলো না।

আগামী বুধবার সকালে কাতারগামী বিমানে চড়বেন ডে। সেখানে গিয়ে অবশ্য তাকে ২৪ ঘন্টার কোয়ারেন্টিনে থাকতে হবে। ডে নিজেই এ প্রতিবেদককে বলেছেন, ‘অবশেষে নেগেটিভ ফল এসেছে। আমি অনেক খুশি। আগামী বুধবার কাতার যাচ্ছি আমি। আশা করছি ৪ ডিসেম্বর ম্যাচে ডাগ আউটে দাড়াতে পারবো।’

ডের অনুপস্থিতিতে তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস সবকিছু দেখভাল করছেন। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ থেকেই মূলত দলের দায়িত্বে তিনি। ভীষণভাবেই অভাব বোধ করছিলেন খেলোয়াড়েরা। সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মামুনুল থেকে শুরু করে নবীনতম খেলোয়াড়- সবার কন্ঠে ছিল একই সুর। এখন দলের সঙ্গে ডে যোগ দিলে নিশ্চিত করেই দলের সবাই উজ্জীবিত হবে।

সূত্র: বাংলা ট্রিবিউন

আর/০৮:১৪/৩০ নভেম্বর

Back to top button