উত্তরবঙ্গের সব রেলপথ ডাবল লাইনে করা হবে
দিনাজপুর, ১০ ফেব্রুয়ারি – ‘উত্তরবঙ্গের সব রেলপথ ডাবল লাইনে করা হবে। ভারত থেকে আমদানীকৃত পণ্যবাহী রেলের ওয়াগনগুলো খালাসের জন্য বিরামপুরে আধুনিক ইয়ার্ড তৈরি করা হবে। এজন্য টি-১০৪নং গেট ও রাস্তা প্রশস্তকরণসহ ওভার ব্রিজ নির্মাণ করা হবে। সরকার এই লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা নিয়েছে। ভারত তাদের আসামসহ সেভেন সিস্টারের সঙ্গে রেলপথ ও সড়ক যোগাযোগ স্থাপনের জন্য বাংলাদেশের হিলি ও লালমনিরহাট ব্যবহারের প্রস্তাব দিয়েছে। এতে করে দুই দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে। দুই দেশই লাভবান হবে। আমরা এই বিষয়টি ভেবে দেখছি।’
|
শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন আধুনিকায়নের কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রী বলেন, দিনাজপুরের হিলি রেলস্টেশনে ইয়ার্ড ছিল। ফলে সেখানে পণ্য লোড-আনলোড করা হতো। কিন্তু ভারতের বর্ডারের কাছে হওয়ায় পণ্য লোড-আনলোডে তারা আপত্তি জানিয়েছে। এ কারণে পণ্য লোড-আনলোড বন্ধ থাকায় সেখান থেকে সরিয়ে বিরামপুর রেলস্টেশনে ইয়ার্ড নির্মাণ করা হচ্ছে। এর ফলে এখান থেকে পরিবহনের মাধ্যমে ট্রেনের মালামাল দেশের সব জায়গায় পণ্য পাঠানো যাবে।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে বিরামপুর রেলস্টেশনে ইয়ার্ড নির্মাণ ও রেলস্টেশনের ভবন নির্মাণকাজ চলছে। ইতোমধ্যে রেলস্টেশনটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।
এসময় তার সাথে ছিলেন, পশ্চিমাঞ্চলের জিএম অসিম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান হক, পাকশী-২ বিভাগীয় প্রকৌশলী বীরমল ম-ল, বিরামপুর পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র এএসপি একেএম ওহিদুন্নবী, স্টেশন মাষ্টার রফিক চৌধুরী প্রমুখ।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১০ ফেব্রুয়ারি ২০২৩