দক্ষিণ এশিয়া

১৪ ফেব্রুয়ারি ‘গরুকে জড়িয়ে ধরার দিন’ পালনের সিদ্ধান্ত প্রত্যাহার

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি – একদিন যেতে না যেতেই ১৪ ফেব্রুয়ারি ‘গরু জড়িয়ে ধরা দিবস’ পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো ভারতের পশু কল্যাণ বোর্ড।

আজ শুক্রবার এক নোটিশে বোর্ডের সচিব এস কে দত্ত জানান, ১৪ ফেব্রুয়ারি ‘গরু জড়িয়ে ধরা দিবস’ পালনে ভারতের পশু কল্যাণ বোর্ডের জারি করা নোটিশটি মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়ের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, গতকাল ভারতের পশু কল্যাণ বোর্ড এক নোটিশে জানায়, এখন থেকে ১৪ ফেব্রুয়ারি ‘গরুকে জড়িয়ে ধরার দিন’ হিসেবে পালন করা হবে, যাতে ‘ইতিবাচক শক্তি’ ছড়িয়ে দেওয়া যায় এবং ‘সমষ্টিগত সুখ’র ধারণাকে অনুপ্রাণিত করা যায়।

নোটিশে জানানো হয়, যারা গরুকে ভালোবাসেন, তারা তাদের জীবনে গো-মাতার ভূমিকা এবং জীবনকে সুখী ও ইতিবাচক শক্তিতে ভরে তোলার বিষয়গুলো মাথায় রেখে ১৪ ফেব্রুয়ারি গরুকে জড়িয়ে ধরার দিন হিসেবে পালন করতে পারেন।

কর্মকর্তাদের বরাত দিয়ে নোটিশে আরও বলা হয়, ‘পশ্চিমা সংস্কৃতির উন্নয়নে’ প্রাচীন ভারতের বৈদিক ঐতিহ্য প্রায় ‘বিলুপ্তির মুখে’ পড়েছে এবং সবাই ‘পশ্চিমা সভ্যতার আগ্রাসনে আমাদের ঐতিহ্য ও ইতিহাস’ ভুলে যাচ্ছে।

সূত্র: ডেইলি স্টার
এম ইউ/১০ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button