চট্টগ্রাম

চমেকে ৪ শিক্ষার্থীকে ছাত্রলীগের ‘নির্যাতন’, দুজন আইসিইউতে

চট্টগ্রাম, ১০ ফেব্রুয়ারি – চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) চার শিক্ষার্থীর ওপর তাদের প্রতিপক্ষ গ্রুপ নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর দুই ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুই ছাত্রকে আইসিইউতে ভর্তি করা হয়।

নির্যাতিত শিক্ষার্থীরা হলেন- জাহিদ হোসেন ওয়াকিল, সাকিব হোসেন, এম এ রায়হান এবং মোবাশ্বের হোসেন শুভ্র। তারা সবাই চমেকের ৬২ ব্যাচের শিক্ষার্থী।

চমেক সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে ছাত্রাবাস থেকে চার ছাত্রকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষ একটি গ্রুপ। পরে অজ্ঞাত স্থানে নিয়ে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়। নির্যাতন শেষে গতকাল সন্ধ্যায় চার শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়। এরপর জাহিদ ও সাকিব নামের দুই শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি হন। তাদের আইসিইউতে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার জানান, তাৎক্ষণিকভাবে সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সূত্র: রাইজিংবিডি
এম ইউ/১০ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button