জরিমানা লাগবে জেনে ছাপ্পান্ন বছর পর লাইব্রেরিতে বই ফেরত
লাইব্রেরি থেকে বই নিয়েছিলেন ১৯৬৬ সালে। সে বই ফেরত দিয়েছেন ৫৬ বছর।
অবাক করার মতো হলেও এমন ঘটনা ঘটেছে ইংল্যান্ডের হুইটলি বে-তে।
৭০ বছরের লেসলি হ্যারিসন। তিনি জানিয়েছেন, জীবনে কোনো ধার রাখেননি। লাইব্রেরি থেকে বই নিলেও তা ফিরিয়ে দিয়েছেন সময়ের আগেই। শুধু এক বারই এর ব্যতিক্রম হয়।
জার্মান ভাষা শিখতে ‘হুইটলি বে গ্রামার স্কুল’-এ ভর্তি হয়েছিলেন লেসলি হ্যারিসন। ওই সময় বয়স ছিল ১৪। একটি বই নিয়েছিলেন লাইব্রেরি থেকে। বইটির পেছনে লেখা ছিল, ২১ দিনের মধ্যে ফেরত দিতে হবে। তা নাহলে জরিমানা বাবদ প্রতি সপ্তাহে গুনতে হবে তিন পেন্স।
লেসসি জানান, কিছুদিন পর যখন বাড়ি বদল করেন, বইটি নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন। পরে সেটি নজরে এলেও বড় অংকের জরিমানা দেওয়ার ভয়ে আর ফেরত দেননি।
কিন্তু হঠাৎই একদিন লাইব্রেরি কর্তৃপক্ষ জানান, পুরনো বই ফেরত দিতে কোনো জরিমানা গুনতে হবে না। এরপরই লেসলি বইটি ফেরত দেবেন বলে ঠিক করেন।
বইটি পাওয়ার পর লাইব্রেরির কর্তৃপক্ষ হিসাব করে দেখে, বইটির জন্য লেসলিকে জরিমানা দিতে হতো প্রায় ২ হাজার ইউরো!
আইএ