ইউরোপ

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে সন্ত্রাসী বললেন রাশিয়ার দুমার স্পিকার

মস্কো, ১০ ফেব্রুয়ারি – মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন রাশিয়ার জাতীয় সংসদের নিম্ন কক্ষ ‘দুমা’র স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন।

বালটিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশে যাওয়া নর্ডস্টিম গ্যাস পাইপলাইনে আমেরিকা অন্তর্ঘাতমূলক হামলা চালিয়েছে বলে মার্কিন কিংবদন্তী সাংবাদিক সেইমুর হার্শ তথ্য প্রকাশ করার পর এই মন্তব্য করলেন তিনি।

রুশ স্পিকার বলেন, প্রেসিডেন্ট বাইডেন গত মঙ্গলবার তার ইউনিয়ন অব দ্য স্টেট ভাষণে আমেরিকাকে বিশ্বের বাতিঘর বলে যে দাবি করেছেন তা জার্মানির থার্ড রাইখের নেতাদের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়। ১৯৩৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত নাজি জার্মানিকে থার্ড রাইখ বলা হয়। থার্ড রাইখের অর্থ হচ্ছে তৃতীয় সাম্রাজ্য।
দুমার স্পিকার আরও বলেন, যদি হ্যারি এস ট্রুম্যানকে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরের জনগণের ওপর পরমাণু বোমা হামলার নির্দেশ দেওয়ার জন্য অপরাধী বলা হয়, তাহলে কৌশলগত নর্ডস্ট্রিম গ্যাস পাইপলাইনে হামলা চালাতে নির্দেশ দেওয়ার জন্য বাইডেনকেও সন্ত্রাসী বলা যায়।

ভিয়াচেস্লাভ ভলোদিন আরও বলেন, পাইপ লাইনের উপর আমেরিকা যে অন্তর্ঘাতমূলক হামলা চালিয়েছে তা দিয়ে মূলত তারা তাদের করদ রাজ্যগুলোকে ভয় দেখানোর চেষ্টা করেছে, যারা নিজেদের অর্থনীতি এবং জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করছিল।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১০ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button