মধ্যপ্রাচ্য

৯৬ঘণ্টা পর তরুণ জীবিত উদ্ধার

আঙ্কারা, ১০ ফেব্রুয়ারি – তুরস্কে ভূমিকম্পে ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপে ৯৬ ঘণ্টা আটকে ছিলেন এক তরুণ। পরে তাকে জীবিত উদ্ধার করা হয়।

সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। শুক্রবার সকালে ধ্বংসস্তূপে তাকে খুঁজে পান উদ্ধারকারীরা। ২৬ বছর বয়সী এই তরুণের নাম আলবার্ট স্যাচমা।

আল জাজিরা অ্যারাবিক চ্যানেল বলছে, তুরস্কের কাহরামানমারাসের দলগাদেরোগলু জেলায় একটি ভবন ভেঙে পড়লে তিনি সেখানে আটকা পড়েন।

উদ্ধারকারীরা তাকে ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে এসেছেন। এই তরুণকে হাসপাতালে নেওয়া হয়েছে।

৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটিতে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ভেঙে পড়েছে। দুই দেশে বহু মানুষ হতাহত হয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার জানান, ৬ হাজার ৪০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১০ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button