পশ্চিমবঙ্গ

বালিগঞ্জের পর গড়িয়াহাট, এবার টাকার পাহাড় উদ্ধার করল কলকাতা পুলিশ

কলকাতা, ১০ ফেব্রুয়ারি – গত ২৪ ঘন্টা আগেই ইডির অভিযানে ১ কোটি টাকারও বেশি উদ্ধার হয়। একটি নির্মান সংস্থার অফিসে হানা দিয়ে বিপুল পরিমাণ এই টাকা উদ্ধার হয়। আর এই ঘটনায় ক্রমশ জোরাল হচ্ছে রাজনৈতিক যোগ। এমনকি এর পিছনে এক প্রভাবশালী রাজনৈতিক নেতা রয়েছে বলেও অনুমান। আর এর মধ্যেই ফের কলকাতায় যখের ধন! এবার গাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ। যা বড়সড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।

বিশেষ অভিযানে উদ্ধার এক কোটি টাকা
জানা যাচ্ছে, গড়িয়াহাট থানা এবং এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে যৌথ ভাবে তল্লাশি চালায়। আর সেই তল্লাশিতে গড়িয়াহাটের কাছাকাছি এলাকা থেকেই একটি সন্দেহভাজন গাড়িকে আটক করেন পুলিশ আধিকারিকরা। আর এরপরেই গাড়িটিকে পরীক্ষা করা হয়। আর তা চলাকালীনই গাড়ির পিছন থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। আর সেই ব্যাগে দেখা যায় বান্ডিল বান্ডিল টাকা রয়েছে। এরপরেই গাড়ি থেকে তিনজন সন্দেজভাজনকে আটক করে পুলিশ। গড়িয়াহাট থানায় নিয়ে আসা হয়। সেখানেই টাকা গোনার কাজ চলছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত এক কোটি টাকা গোনা হয়েছে বলে খবর। তবে পরিমাণ আরও বাড়তে পারে বলেই জানা যাচ্ছে।

জেরা করা হচ্ছে আটক তিনজনকে
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গাড়িটিতে চালক সহ তিনজন ছিল। ইতিমধ্যে তাঁদের জেরা করা হচ্ছে বলে খবর। বিপুল পরিমাণ এই টাকা কোথায় এবং কেন নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে জেরা করা হচ্ছে বলেই খবর। তবে জেরায় পুলিশ সন্তোষজনক কোনও উত্তর পায়নি বলেই জানা যাচ্ছে। জানা যাচ্ছে দুজনের মধ্যে একজন রাজস্থানের বাসিন্দা। এবং আরেকজনের নাম দুলাল মণ্ডল বলে খবর। তিনি বেলগাছিয়া রোড এলাকাতে থাকেন বলে জানা গিয়েছে। তবে কি কাজ করেন তাঁরা তা স্পষ্ট নয় বলেই খবর।

কোটি টাকার খোঁজ করছে ইডি
অন্যদিকে বুধবার যে টাকা উদ্ধার করে ইডি সেখানে একাধিক রহস্য রয়েছে। ইডি সূত্রে খবর, ওই নির্মান সংস্থার অফিসে তিনটি গাড়িতে করে নোট ৯ কোটি টাকা আসার কথা ছিল। কিন্তু একটি গাড়ি আলিপুর থেকে আসে ওই অফিসে। এবং সেখান থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়। কিন্তু বাকি টাকা কোথায়? সেটাই এখন খোঁজ করছেন ইডির আধিকারিকরা। আর এর মধ্যেই গড়িয়াহাটের একটি গাড়ির মধ্যে থেকে ফের টাকা উদ্ধারের ঘটনা। যা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। অনেকে বলছেন, খোঁজ না পাওয়ার টাকার সঙ্গে এই টাকার কোনও যোগ নেই তো?

সূত্র: ওয়ানইন্ডিয়াবাংলা
আইএ/ ১০ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button