ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু হচ্ছে আজ

প্রিটোরিয়া, ১০ ফেব্রুয়ারি – দক্ষিণ আফ্রিকায় আজ থেকে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। অংশ নিচ্ছে ১০টি দেশ। উদ্বোধনী দিন স্বাগতিক দক্ষিণ আফ্রিকা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

এই শ্রীলঙ্কার বিপক্ষেই বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে। কিছুদিন আগে শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে খেলা চার খেলোয়াড় আছে বাংলাদেশের স্কোয়াডে।

বাংলাদেশের সঙ্গে গ্রুপ এ-তে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

পাঁচবার নারী বিশ্বকাপ জিতেছে তারা। বি গ্রুপে থাকা পাঁচ দল হলোইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, উইন্ডিজ ও পাকিস্তান। বিশ্বকাপে আট দল সরাসরি সুযোগ পেয়েছে। বাংলাদেশ ও আয়ারল্যান্ড সুযোগ পায় বাছাই পর্ব খেলে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১০ ফেব্রুয়ারি ২০২৩

 

Back to top button