জাতীয়
সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব ফখরুল
ঢাকা, ১০ ফেব্রুয়ারি – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিনী রাহাত আরা বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর রওনা হয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকের পরামর্শ মোতাবেক ৯ ফেব্রুয়ারি রাত ১ টা ৩০ মিনিটে সিঙ্গাপুর গেছেন তারা।
তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা নেবেন সিঙ্গাপুর সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে এবং রাহাত আরা বেগম চিকিৎসা নেবেন সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে।
আগামী সপ্তাহে তাদের দেশে ফিরার কথা রয়েছে। মহাসচিব দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ১০ ফেব্রুয়ারি ২০২৩