ফুটবলে বাংলাদেশের মেয়েরা তাদের রাজত্ব প্রমাণ করেছে
ঢাকা, ০৯ ফেব্রুয়ারি – সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-০ গোলে উড়িয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। এর মাধ্যমে সাফ ফুটবলে মেয়েরা বাংলাদেশের রাজত্ব প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব এ কথা বলেন। এতে মির্জা ফখরুল বলেন, ‘আজ ঢাকার কমলাপুর স্টেডিয়াম মেয়েদের বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের মেয়েরা। দেশের মাঠে মেয়েদের এ সাফল্যে আমি তাদের অভিনন্দন জানাই। আশা করি, ভবিষ্যতে শিরোপ জয়ের এ ধারা অব্যাহত থাকবে।’
গত সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে বিজয়ের পতাকা উড়িয়েছিলেন সাবিনা-কৃষ্ণারা। সাড়ে পাঁচ মাসের ব্যবধানে এবার ঢাকায় বিজয়ের পতাকা ওড়ালেন সাবিনাদের অনুজ শামসুন্নাহার জুনিয়র-রূপনা চাকমারা। সিনিয়র নারী সাফের পর অনূর্ধ্ব-২০ সাফেও চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। কাকতালীয়ভাবে কাঠমান্ডুর মতো ঢাকার ফাইনালেও প্রতিপক্ষ ছিল সেই নেপাল।
আজকের ফাইনালে বাংলাদেশ প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল। ৪২ মিনিটে শাহেদা আক্তার রিপা ও ৪৫ মিনিটে অধিনায়ক শামসুন্নাহার গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিক মেয়েরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৩-০ করেছেন উন্নতি খাতুন।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৩