ফুটবল

বাংলাদেশ নারী ফুটবল দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

ঢাকা, ০৯ ফেব্রুয়ারি – সাফ অনূর্ধ্ব-২০ মহিলা চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবলার ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি এক অভিনন্দন বার্তায় নেপালের বিপক্ষে জয়ের জন্য দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

এদিন কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের জাতীয় মহিলা দল।

রাষ্ট্রপতি বলেন, এই বিজয় বিশ্বব্যাপী দেশের ফুটবলের জন্য সুনাম অর্জন করেছে। বিজয়ের এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button