জাতীয়

এবার সিরিয়াতে উদ্ধারকারী দল পাঠাবে বাংলাদেশ

ঢাকা, ০৯ ফেব্রুয়ারি – এবার সিরিয়াতেও উদ্ধারকারী দল পাঠানোর কথা ভাবছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন এসব তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সেহেলী সাবরীন বলেন, ‘ভূমিকম্প দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণকাজে সহায়তার জন্য ৬১ সদস্যের একটি দল পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে। আগামী এক সপ্তাহ তুরস্কে অবস্থান করে বিভিন্ন প্রকার মানবিক সাহায্য প্রদান করবে এবং উদ্ধার কার্যে অংশগ্রহণ করবে। পাশাপাশি সিরিয়াতেও একইভাবে উদ্ধার দল পাঠানোর বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে।’

তিনি জানান, তুরস্কে ভূমিকম্পদুর্গত এলাকা গাজিয়ানটেপ থেকে ১৯ বাংলাদেশিকে উদ্ধার করে রাজধানী আঙ্কারায় নেওয়া হয়েছে। তাদের মধ্যে নূরে আলম ও রিংকুও রয়েছেন।

প্রথমে ভূমিকম্পের পর নূরে আলম ও রিংকু নিখোঁজ ছিলেন। পরে নূরে আলমের সন্ধান মেলে। এরপর ভূমিকম্পের প্রায় ৩৮ ঘণ্টা পর রিংকুকেও উদ্ধার করা হয়। রিংকু এখন সুস্থ আছেন।

সেহেলী সাবরীন বলেন, ‘ভূমিকম্পের পর তুরস্কে কোনো বাংলাদেশি নিখোঁজ থাকার তথ্য তাদের কাছে নেই। দূতাবাসের হটলাইন চালু আছে।’

মানবপাচারের শিকার ১১ বাংলাদেশি সিরিয়ায় নিখোঁজ রয়েছেন কি না-এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এমন কোনো তথ্য এখনো তাদের কাছে আসেনি।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button