জাতীয়

‘গতবছর সোয়া ১ লাখ মাদক চোরাকারবারীকে আইনের আওতায় আনা হয়েছে’

ঢাকা, ০৯ ফেব্রুয়ারি – গত বছর অর্থ্যাৎ ২০২২ সালে ১ লাখ ২৪ হাজার ৭৭৫ জন মাদক কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে মোরশেদ আলীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। যা বাস্তবায়নে অবৈধ মাদকের আগ্রাসন ও অনুপ্রবেশ বন্ধে নিরলসভাবে কাজ করছে আইন প্রয়োগকারী সংস্থা।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সব সংস্থা সারাদেশে ২০২২ সালে ৪ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার ৫৬৯ পিস ইয়াবা, ১ লাখ ১৫ হাজার ৩৬৭ কেজি গাঁজা, ৭ লাখ ৬ হাজার ৬১ বোতল ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসব মাদক উদ্ধারের ঘটনায় ১ লাখ ৩২১টি মাদক মামলা দায়ের হয়েছে। আর ১ লাখ ২৪ হাজার ৭৭৫ জন মাদক কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪০ ধারা মোতাবেক মাদক কারবারিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি মাদক ব্যবসায় অর্থদাতা, পৃষ্ঠপোষক ও মদদদাতাদের সংশ্লিষ্ট ধারায় দণ্ডের বিধান রাখা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button