জাতীয়

আজ রাতে চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

ঢাকা, ০৯ ফেব্রুয়ারি – চিকিৎসকের পরামর্শ সিঙ্গাপুরে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম। বৃস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে তাদের রওনা করার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরের সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে চিকিৎসা নেবেন। তার স্ত্রী রাহাত আরা বেগম চিকিৎসা নেবেন সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে। এক সপ্তাহ পর তারা দেশে ফিরবেন।’

বিএনপি মহাসচিব ও তার স্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান শায়রুল কবির খান।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button