জাতীয়

বাংলাদেশিরা বিদেশে সম্পদ কিনতে পারবেন কি না, প্রশ্ন হাইকোর্টের

ঢাকা, ০৯ ফেব্রুয়ারি – প্রচলিত আইন ও সংবিধান অনুসারে দ্বৈত নাগরিকত্ব আছে এমন ব্যক্তি বাংলাদেশ থেকে আয় করা অর্থে বিদেশে সম্পদ কিনতে পারবেন কি না প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বলেন, দ্বৈত নাগরিকত্ব দেশপ্রেমকে বিভক্ত করতে পারে।

‘বিদেশে সম্পদ কেনার উৎসব’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ আদালতের নজরে এলে হাইকোর্ট বেঞ্চ এই প্রশ্ন তোলেন।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক প্রতিবেদনটি আদালতের নজরে আনেন।

আদালত আইনজীবীকে সংশ্লিষ্ট আইনের ধারা ও সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ নিরীক্ষা করতে বলেছেন। আগামী সোমবার হাইকোর্ট বিভাগ এ বিষয়ে আদেশ দেবেন।

সূত্র: ডেইলি স্টার
এম ইউ/০৯ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button