ফুটবল

পারলেন না মেসি-নেইমার, ফরাসি কাপ থেকে পিএসজির বিদায়

প্যারিস, ০৯ ফেব্রুয়ারি – মার্সেইর কাছে ২-১ গোলে হেরে টানা দ্বিতীয়বার ফরাসি কাপের রাউন্ড অব সিক্সটিন থেকে বাদ পড়ল পিএসজি। মেসি-নেইমার থেকেও হার এড়াতে পারল না ক্রিস্তফ গালতিয়ের দল। মার্সেইর হয়ে গোল করেন অ্যালেক্সিস সানচেজ ও মালিনোভস্কি। আর পিএসজির হয়ে একমাত্র গোল করেন রামোস।

চোটের জন্য এই ম্যাচে ছিলেন না কিলিয়ান এমবাপে। ফরাসি কাপের চলতির আসরের সর্বোচ্চ গোলদাতার অভাব প্রবলভাবে অনুভব করে পিএসজি।

বুধবার (৮ ফেব্রয়ারি) রাতে ঘরের মাঠে মার্সেইর মুখোমুখি হয় পিএসজি। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মার্সেই। তবে চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় পিএসজি। নেইমারের বাড়ানো বলে নুনো মেন্ডেসের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মার্সেই গোলরক্ষক পাও লোপেস।

৩১তম মিনিটে এগিয়ে যায় মার্সেই। মার্সেই ফরোয়ার্ড চেঙ্গিস আন্দারকে সার্জিও রামোস ফাউল করায় পেনাল্টি লাভ করে মার্সেই। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি অ্যালেক্সিস সানচেজ।

প্রথমার্ধে এক মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে সমতা ফেরায় পিএসজি। নেইমারের চমৎকার কর্নারে লাফিয়ে দারুণভাবে হেডে জাল খুঁজে নেন রামোস। ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে ফের এগিয়ে যায় মার্সেই। নিজেদের অর্ধে থ্রো-ইনে ডি-বক্সের কাছে বল হারিয়ে বিপদ ডেকে আনে পিএসজি। সানচেসের শট জটলার মধ্যে একজন ফিরিয়ে দেন। ফিরতি বলে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন মালিনোভস্কি।

তবে একাধিক চেষ্টা করেও আর সমতায় ফেরা হয়নি পিএসজির। অতিরিক্ত সময়ে যদিও সুযোগ এসেছিল। তবে রামোসের হেডে করা গোল বাতিল হয়ে যায় অফসাইডের ফাঁদে পড়ে। ফলে সেখানেই শেষ হয়ে যায় ফরাসি কাপে পিএসজির যাত্রা। জয় নিয়েই ফরাসি কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় মার্সেই।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button