ইউরোপ

ফ্রান্স ও জার্মানির কাছে যুদ্ধবিমান চাইলেন জেলেনস্কি

কিয়েভ, ৯ ফেব্রুয়ারি – যুক্তরাজ্যের রাষ্ট্রীয় কর্মকর্তাদের সাথে বৈঠকের পর এবার ফ্রান্স ও জার্মানির নেতাদের সাথে সাক্ষাৎ করে যুদ্ধবিমান চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার সন্ধ্যায় প্যারিসে দুই দেশের নেতাদের সাথে আলোচনায় এই সহায়তা চান ইউক্রেনের প্রেসিডেন্ট।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মানির ওলাফ শলজ বিশ্বাস করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে জিততে পারবে না।
জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের আরও নেতাদের কাছে যুদ্ধবিমান চাইবেন। বৃহস্পতিবার তিনি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তাদের সাথে দেখা করে এই সহায়তা চাইবেন।

জেলেনস্কির বিশ্বাস দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের সাথে যুদ্ধবিমান পেলে রাশিয়াকে হটানো সহজ হবে।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ৯ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button